যিশাইয় 38:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 আমি প্রাতঃকাল পর্যন্ত নীরব থাকিলাম; তিনি সিংহের ন্যায় আমার অস্থি সকল চূর্ণ করিলেন; তুমি এক দিবারাত্রের মধ্যে আমাকে শেষ করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আমি সকাল পর্যন্ত নীরব থাকলাম; তিনি সিংহের মত আমার সমস্ত অস্থি চূর্ণ করলেন; তুমি এক দিবারাত্রের মধ্যে আমাকে শেষ করলে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 আমি প্রভাত পর্যন্ত ধৈর্যসহ অপেক্ষা করেছি, কিন্তু সিংহের মতোই তিনি আমার হাড়গুলি চূর্ণ করেছেন; দিনে ও রাতে তুমি আমার জীবন শেষ করেছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 কেঁদেছি আমি সারাটি রজনী দুঃসহ যাতনায় যেন একটি সিংহ চূর্ণ-বিচূর্ণ করছে অস্থি আমার। ভেবেছিলাম, ঈশ্বর বুঝি টেনে দিলেন পূর্ণচ্ছেদ জীবনে আমার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আমি প্রাতঃকাল পর্য্যন্ত নীরব থাকিলাম; তিনি সিংহের ন্যায় আমার অস্থি সকল চূর্ণ করেন, তুমি এক দিবারাত্রের মধ্যে আমাকে শেষ করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 সারা রাত ধরে আমি সিংহের মত চিৎকার করে কেঁদেছিলাম। কিন্তু সিংহের হাড় খাবার মত আমার সব আশা-আকাঙ্খা ভেঙে চূরমার হয়ে গিয়েছিল। মাত্র এক দিনে আপনি আমার জীবনের পরিসমাপ্তি ঘটিয়েছিলেন। অধ্যায় দেখুন |