যিশাইয় 37:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 পরে তিনি কূশদেশীয় তির্হকঃ রাজার বিষয়ে এই সংবাদ শুনিলেন, তিনি আপনার বিরুদ্ধে যুদ্ধ করণার্থে বাহির হইয়া আসিয়াছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 পরে তিনি ইথিওপিয়া দেশের বাদশাহ্ তির্হকের বিষয়ে এই সংবাদ শুনলেন যে, তিনি তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হয়ে এসেছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 পরে সন্হেরীব একটি সংবাদ শুনতে পেলেন যে, মিশরের কূশ দেশের রাজা তির্হক তাঁর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমরাভিযান শুরু করেছেন। সেকথা শুনতে পেয়ে, তিনি এই কথা বলে হিষ্কিয়ের কাছে দূতদের পাঠালেন: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 ইতিমধ্যে আসিরিয়ার সম্রাটের কাছে সংবাদ এল যে সুদান রাজ তির্হকঃ তাঁদের আক্রমণ করতে আসছেন। এই সংবাদ শুনে তিনি রাজা হিষ্কিয়ের কাছে দূতের হাতে চিঠি দিয়ে বলে পাঠালেনঃ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 পরে তিনি কূশদেশীয় তির্হকঃ রাজার বিষয়ে এই সংবাদ শুনিলেন, তিনি আপনার বিরুদ্ধে যুদ্ধ করণার্থে বাহির হইয়া আসিয়াছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 সেই খবরে বলা ছিল, “কূশদেশের রাজা তির্হকঃ তোমার সঙ্গে যুদ্ধ করতে আসছে।” সুতরাং অশূররাজ লাখীশ ত্যাগ করে লিব্না চলে গেলেন। সেনাপতি এই বার্তা পেয়ে লিব্নাতে যুদ্ধরত অশূররাজের কাছে চলে গেলেন। সে হিষ্কিয়ের কাছে দূত পাঠাল। দূতকে বলল, অধ্যায় দেখুন |