যিশাইয় 37:38 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)38 পরে তিনি যখন আপনার দেবতা নিষ্রোকের গৃহে প্রণিপাত করিতেছিলেন, তখন অদ্রম্মেলক ও শরেৎসর নামক তাঁহার দুই পুত্র খড়্গ দ্বারা তাঁহাকে আঘাত করিল; পরে তাহারা অরারট দেশে পলায়ন করিল। আর এসর-হদ্দোন নামক তাঁহার পুত্র তাঁহার পদে রাজা হইলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 পরে তিনি যখন নিজের দেবতা নিষ্রোকের মন্দিরে প্রণিপাত করছিলেন, তখন অদ্রম্মেলক ও শরেৎসর নামক তাঁর দুই পুত্র তলোয়ার দ্বারা তাঁকে আঘাত করলো; পরে তারা অরারট দেশে পালিয়ে গেল। আর এসর-হদ্দোন নামক তাঁর পুত্র তাঁর পদে বাদশাহ্ হলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ38 একদিন, যখন তিনি তাঁর দেবতা নিষ্রোকের মন্দিরে পুজো করছিলেন, তাঁর দুই ছেলে অদ্রম্মেলক ও শরেৎসর তরোয়াল দিয়ে তাঁকে হত্যা করল, এবং আরারট দেশে পালিয়ে গেল। তাঁর ছেলে এসর-হদ্দোন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 একদিন তিনি তাঁর আরাধ্য দেবতা নিষ্রোকের মন্দিরে আরাধনা করছিলেন। সেই সময় তাঁর দুই পুত্র অদ্রম্মেলক ও শরেৎসর তাঁকে অস্ত্রাঘাতে হত্যা করে আরারট দেশে পালিয়ে গেল। এসর-হদ্দোন নামে তাঁর অপর একটি পুত্র তাঁর উত্তরাধিকারীরূপে তাঁর সম্রাটপদে অভিষিক্ত হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 পরে তিনি যখন আপনার দেবতা নিষ্রোকের গৃহে প্রণিপাত করিতেছিলেন, তখন অদ্রম্মেলক ও শরেৎসর নামক তাঁহার দুই পুত্র খড়্গ দ্বারা তাঁহাকে আঘাত করিল; পরে তাহারা অরারট দেশে পলায়ন করিল। আর এসর-হদ্দোন নামক তাঁহার পুত্র তাঁহার পদে রাজা হইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 একদিন সন্হেরীব তার দেবতা নিষ্রোকের মন্দিরে গিয়ে তার উপাসনা করছিল। সেই সময় তার দুই পুত্র অদ্রম্মেলক ও শরেৎসর তাকে তরবারির আঘাতে হত্যা করল। তারপর তারা অরারট দেশে পালাল। আর সন্হেরীব পুত্র এসর-হদ্দোন অশূরের নতুন রাজা হল। অধ্যায় দেখুন |