যিশাইয় 37:35 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)35 কারণ আমি আপনার নিমিত্ত ও আপন দাস দায়ূদের নিমিত্ত এই নগরের রক্ষার্থে ইহার ঢালস্বরূপ হইব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 কারণ আমি আমার জন্য ও আমার গোলাম দাউদের জন্য এই নগর রক্ষার্থে এর ঢালস্বরূপ হবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ35 “আমি আমার জন্য ও আমার দাস দাউদের জন্য এই নগর রক্ষা করে তা উদ্ধার করব!” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 আমার নিজের সম্মান ও আমার দাস দাউদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার জন্যই আমি এই নগরী আক্রমণে বাধা দেব এবং রক্ষা করব একে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 কারণ আমি আপনার নিমিত্ত ও আপন দাস দায়ূদের নিমিত্ত এই নগরের রক্ষার্থে ইহার ঢালস্বরূপ হইব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 আমি এই শহরটিকে নিরাপত্তা ও সুরক্ষা দেব। আমি আমার নিজের জন্য এবং সেবক দায়ূদের জন্য এসব করব।” অধ্যায় দেখুন |