যিশাইয় 37:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 পরে আমোসের পুত্র যিশাইয় হিষ্কিয়ের নিকটে এই কথা বলিয়া পাঠাইলেন; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, তুমি অশূর-রাজ সন্হেরীবের বিষয়ে আমার কাছে প্রার্থনা করিয়াছ, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 পরে আমোজের পুত্র ইশাইয়া হিষ্কিয়ের কাছে এই কথা বলে পাঠালেন; ইসরাইলের আল্লাহ্ মাবুদ এই কথা বলেন, তুমি আসেরিয়ার বাদশাহ্ সন্হেরীবের বিষয়ে আমার কাছে মুনাজাত করেছ, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 তারপর আমোষের পুত্র যিশাইয়, হিষ্কিয়ের কাছে একটি বার্তা প্রেরণ করলেন: “সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: তুমি যেহেতু আসিরীয় রাজা সন্হেরীব সম্পর্কে আমার কাছে প্রার্থনা করেছ, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 তখন যিশাইয় রাজা হিষ্কিয়ের কাছে বার্তা পাঠালেন, বললেনঃ প্রভু পরমেশ্বর বলেছেনঃ আসিরিয়ার সম্রাট সনহেরিব সম্বন্ধে আমার কাছে তুমি প্রার্থনা নিবেদন করেছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 পরে আমোসের পুত্র যিশাইয় হিষ্কিয়ের নিকটে এই কথা বলিয়া পাঠাইলেন; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, তুমি অশূর-রাজ সন্হেরীবের বিষয়ে আমার কাছে প্রার্থনা করিয়াছ, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 তখন আমোসের পুত্র যিশাইয় হিষ্কিয়ের এই বার্তা পাঠালেন। বার্তাটিতে তিনি বললেন, “প্রভু ইস্রায়েলের ঈশ্বর বলেছেন, ‘তোমরা অশূরের রাজা সন্হেরীবের বার্তার বিষয়ে আমার কাছে যে প্রার্থনা করেছিলে আমি তা শুনেছি।’ অধ্যায় দেখুন |