যিশাইয় 37:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 আমার পিতৃপুরুষগণ যে সকল জাতিকে বিনষ্ট করিয়াছেন গোষণ, হারণ, রেৎসফ এবং তলঃসর-নিবাসী এদন-সন্তানগণ তাহাদের দেবগণ কি তাহাদিগকে উদ্ধার করিয়াছে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 আমার পূর্বপুরুষরা যেসব জাতিকে বিনষ্ট করেছেন— গোষণ, হারণ, রেৎসফ এবং তলঃসর-নিবাসী আদন-সন্তানেরা— তাদের দেবতারা কি তাদেরকে উদ্ধার করেছে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 ওইসব জাতির দেশগুলি, যাদের আমার পিতৃপুরুষেরা ধ্বংস করেছিলেন, কেউ কি তাদের উদ্ধার করতে পেরেছে—অর্থাৎ গোষণ, হারণ, রেৎসফ ও তেল-অৎসরে বসবাসকারী এদনের লোকেদের দেবতারা? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 আমার পূর্বপুরুষেরা গোশন, হারণ, রেৎসক, এবং তেল অস্সর নিবাসী এদনবাসীদের নির্মমভাবে হত্যা করেছিলেন। তাদের আরাধ্য দেবতারা কি পেরেছিল তাদের রক্ষা করতে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 আমার পিতৃপুরুষগণ যে সকল জাতিকে বিনষ্ট করিয়াছেন—গোষণ, হারণ, রেৎসফ এবং তলঃসর-নিবাসী এদন-সন্তানগণ—তাহাদের দেবগণ কি তাহাদিগকে উদ্ধার করিয়াছে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 তাদের সেই দেবতারা কি তাদের রক্ষা করেছিল? না! আমার পূর্বপুরুষরাই তাদের সকলকে ধ্বংস করেছে। তারা গোষণ, হারণ, রেত্সফ এবং তলঃসর নিবাসী এদনের লোকদের ধ্বংস করেছে। অধ্যায় দেখুন |