যিশাইয় 36:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 কিন্তু লোকেরা নীরব হইয়া থাকিল, তাহার এক কথারও উত্তর করিল না, কারণ রাজার এই আজ্ঞা ছিল যে, তাহাকে উত্তর দিও না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 কিন্তু লোকেরা নীরব হয়ে থাকলো, তার একটি কথারও জবাব দিল না, কারণ বাদশাহ্র এই হুকুম ছিল, যে, তাকে কোন জবাব দিও না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 লোকেরা কিন্তু নীরব রইল। প্রত্যুত্তরে তারা কিছুই বলল না, কারণ রাজা আদেশ দিয়েছিলেন, “ওর কথার কোনো উত্তর দিয়ো না।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 রাজা হিষ্কিয়ের আদেশ মত তারা নীরব হয়ে রইল। একটি কথাও বলল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 কিন্তু লোকেরা নীরব হইয়া থাকিল, তাহার এক কথারও উত্তর করিল না, কারণ রাজার এই আজ্ঞা ছিল যে, তাহাকে উত্তর দিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 কিন্তু জেরুশালেমের লোকরা নীরব হয়ে থাকল যেহেতু রাজা হিষ্কিয় নির্দেশ দিয়েছেন সেহেতু তারা সেনাপতিকে কিছুই বলল না। কারণ রাজার আদেশ ছিল, “তাকে কিছু বোলো না।” অধ্যায় দেখুন |