যিশাইয় 36:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 তোমরা হিষ্কিয়ের কথা শুনিও না; কেননা অশুর-রাজ এই কথা কহেন, তোমরা আমার সঙ্গে সন্ধি কর, বাহির হইয়া আমার কাছে আইস; তোমরা প্রত্যেক জন আপন আপন দ্রাক্ষাফল ও ডুমুর ফল ভোজন কর, এবং আপন আপন কূপের জল পান কর; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 তোমরা হিষ্কিয়ের কথা শুনো না; কেননা আসেরিয়ার বাদশাহ্র এই কথা বলেন, তোমরা আমার সঙ্গে সন্ধি কর, বের হয়ে আমার কাছে এসো; তাহলে তোমরা প্রত্যেকে জন নিজ নিজ আঙ্গুর ফল ও ডুমুর ফল ভোজন করতে এবং নিজ নিজ কূপের পানি পান করতে পারবে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 “তোমরা হিষ্কিয়ের কথা শুনবে না। আসিরীয় রাজা এই কথা বলেন: আমার সঙ্গে সন্ধিচুক্তি করে তোমরা আমার কাছে বেরিয়ে এসো। তাহলে তোমরা তখন প্রত্যেকে নিজের নিজের আঙুর ও ডুমুর গাছ থেকে ফল পেড়ে খাবে ও নিজের নিজের কুয়ো থেকে জলপান করবে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16-17 হিষ্কিয়ের কথায় কান দিও না! আসিরিয়ার সম্রাটের আদেশ, তোমরা সকলে নগর থেকে বার হয়ে এসে আত্মসমর্পণ কর। যতদিন না সম্রাট এই দেশেরই মত একটি দেশে তোমাদের বসতি করান, সেখানে এখানকার মতই সুফলা দ্রাক্ষা কুঞ্জ ও শস্যক্ষেত্র আছে, যা থেকে তোমরা সুরা ও রুটি পাবে, ততদিন তোমাদের সকলকেই নিজেদের দ্রাক্ষাকুঞ্জের ফল, গাছের ডুমুর ও কূপের জল পান করার অনুমতি দেওয়া হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 তোমরা হিষ্কিয়ের কথা শুনিও না; কেননা অশূর-রাজ এই কথা কহেন, তোমরা আমার সঙ্গে সন্ধি কর, বাহির হইয়া আমার কাছে আইস; তোমরা প্রত্যেক জন আপন আপন দ্রাক্ষাফল ও ডুমুর ফল ভোজন কর, এবং আপন আপন কূপের জল পান কর; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 “‘তোমরা হিষ্কিয়ের ওসব কথা শুনো না। অশূর রাজার কথা শোন। অশূর রাজা বলেন, “আমাদের চুক্তি করা উচিৎ। তোমরা শহরের বাইরে আমার কাছে এসো। তখন সব মানুষই ঘরে ফেরার জন্য মুক্ত হবে। প্রত্যেক মানুষ তার বাগান থেকে দ্রাক্ষা খাওয়ার বিষয়ে মুক্ত হবে। এবং প্রত্যেক মানুষই তার ডুমুর গাছ থেকে ডুমুর খেতে পারবে। প্রত্যেক মানুষ তার নিজের কুয়ো থেকে জল পান করতে পারবে। অধ্যায় দেখুন |