যিশাইয় 34:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 আর তিনি গুলিবাঁটপূর্বক তাহাদিগকে সেই অধিকার দিয়াছেন, তাঁহার হস্ত মানরজ্জু দ্বারা প্রত্যেকের অংশ নিরূপণ করিয়াছে; তাহারা চিরকাল তাহা অধিকার করিবে, তাহারা পুরুষানুক্রমে সেই স্থানে বাস করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 আর তিনি গুলিবাঁটপূর্বক তাদেরকে সেই অধিকার দিয়েছেন, তাঁর হাত মানদড়ি দিয়ে প্রত্যেকের অংশ নির্ধারণ করেছে; তারা চিরকাল তা অধিকার করবে, তারা পুরুষানুক্রমে সে স্থানে বাস করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 তিনি তাদের অংশ বিভাগ করে দেন; পরিমাপ করে তাঁর হাত তাদের মধ্যে বিতরণ করে। তারা চিরকাল তা অধিকার করে থাকবে ও বংশপরম্পরায় সেখানে বসবাস করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 স্বয়ং প্রভু পরমেশ্বরই এই ভূমি তাদের মধ্যে বন্টন করে দেবেন এবং তারা প্রত্যেকে এর অংশ পাবে। এদেশে তারা যুগ-যুগান্ত ধরে বাস করবে, চিরকালের জন্য এদেশের উপরে থাকবে তাদের অধিকার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 আর তিনি গুলিবাঁটপূর্ব্বক তাহাদিগকে সেই অধিকার দিয়াছেন, তাঁহার হস্ত মানরজ্জু দ্বারা প্রত্যেকের অংশ নিরূপণ করিয়াছে; তাহারা চিরকাল তাহা অধিকার করিবে, তাহারা পুরুষানুক্রমে সে স্থানে বাস করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন তাদের সম্বন্ধে তিনি কি করবেন। তারপর ঈশ্বর তাদের জন্য একটা জায়গা নির্বাচন করবেন। ঈশ্বর একটি গণ্ডি কেটে তাদের জায়গা দেখিয়ে দেবেন। সুতরাং প্রাণীরা সেই জায়গাকে চিরকালের জন্য দখল করে নেবে। সেখানে তারা বসবাস করবে বছরের পর বছর। অধ্যায় দেখুন |