Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 34:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

15 সেই স্থানে পেঁচক বাসা করিয়া ডিম্ব প্রসব করিবে, তাহা ফুটাইয়া শাবকদিগকে আপন ছায়াতে একত্র করিবে; এবং সেখানে চিলেরা প্রত্যেকে আপন আপন সঙ্গিনীর সহিত একত্র হইবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 সে স্থানে পেঁচক বাসা করে ডিম ফুটিয়ে বাচ্চাগুলোকে নিজের ছায়াতে একত্র করবে; এবং সেখানে চিলেরা প্রত্যেকে নিজ নিজ সঙ্গীনীর সঙ্গে একত্র হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 প্যাঁচা সেখানে বাসা বেঁধে ডিম পাড়বে, ডিম ফুটিয়ে সে তার শাবকদের পালন করবে ও ডানার তলে তাদের ছায়া দেবে; সেখানে সমবেত হবে বড়ো সব চিল, প্রত্যেকে আসবে তাদের সঙ্গিনীর সাথে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 পেঁচারা সেখানে নীড় বাঁধবে, ডিম পাড়বে, বাচ্চা তুলে তাদের লালন-পালন করবে। শকুনিরা আসবে সঙ্গিনীসহ একের পর এক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 সে স্থানে বেতাছড়া সর্প বাসা করিয়া ডিম্ব প্রসব করিবে, তাহা ফুটাইয়া শাবকদিগকে আপন ছায়াতে একত্র করিবে; এবং সেখানে চিলেরা প্রত্যেকে আপন আপন সঙ্গিনীর সহিত একত্র হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 সেখানে সাপরা বাসা বাঁধবে। তারা সেখানে ডিম পাড়বে। তারা ছায়ায় আশ্রয় নেবে এবং সেখানে ডিম ফোটাবে। কিন্তু বাজপাখীরাও সেখানে একের পর এক এসে জুটবে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 34:15
2 ক্রস রেফারেন্স  

গৃধ্র, চিল ও আপন আপন জাতি অনুসারে শঙ্করচিল,


তাহারা কালসর্পের ডিম ফুটায়, ও মাকড়সার জাল বুনে; যে তাহাদের ডিম খায়, সে মারা পড়ে, তাহা ফুটিলে কালসর্প বাহির হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন