যিশাইয় 34:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 তথাকার কুলীনেরা রাজত্ব ঘোষণা করিতে কেহই থাকিবে না; তথাকার অধ্যক্ষবর্গ সর্বতোভাবে লুপ্ত হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 সেখানকার রাজত্ব ঘোষণা করতে রাজপুরুদের কেউই থাকবে না; সেখানকার নেতৃবর্গ সর্বতোভাবে ধ্বংস হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 তার সম্ভ্রান্তজনেদের পক্ষে রাজ্য বলার মতো কিছুই থাকবে না, তার সমস্ত রাজবংশীয়রা অন্তর্হিত হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 দেশের শাসন পরিচালনা করার জন্য সেখানে কোন রাজ্য থাকবে না, সমস্ত নেতৃবৃন্দ হবে বিগত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 তথাকার কুলীনেরা রাজত্ব ঘোষণা করিতে কেহই থাকিবে না; তথাকার অধ্যক্ষবর্গ সর্ব্বতোভাবে লুপ্ত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 ওখানকার নেতারা এবং সম্ভ্রান্ত লোকরা শাসন করবার মত কিছু পাবে না। কারণ ততদিনে তারা সবাই মৃত। অধ্যায় দেখুন |