যিশাইয় 33:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 দেখ, উহাদের পুরুষসিংহেরা সড়কে ক্রন্দন করিতেছে, সন্ধির অন্বেষণকারী দূতগণ তীব্র রোদন করিতেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 দেখ, ওদের সাহসী লোকেরা রাস্তায় রাস্তায় কাঁদছে, যারা সন্ধির খোঁজ করছে সেই দূতেরা ভীষণ কান্নাকাটি করছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 দেখো, তাদের সাহসী লোকেরা পথে পথে জোরে কাঁদছে; শান্তিদূতেরা তীব্র রোদন করছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 সাহসী বীরেরা পথে পথে সাহায্য ভিক্ষা করছে। রাজদূতেরা, যারা শান্তি আনয়নের চেষ্টা করেছিল, তারা সাহায্যের জন্য আকুল হয়ে কাঁদছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 দেখ, উহাদের পুরুষসিংহেরা সড়কে ক্রন্দন করিতেছে, সন্ধির অন্বেষণকারী দূতগণ তীব্র রোদন করিতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 কিন্তু শোন! বার্তাবাহকরা বাইরে কাঁদছে। যে সব বার্তাবাহকরা শান্তি আনছে তারাই খুব কাঁদছে। অধ্যায় দেখুন |