যিশাইয় 33:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 তোমার নয়নযুগল স্বীয় সৌন্দর্যবিশিষ্ট রাজাকে দর্শন করিবে, দূরব্যাপী দেশ দেখিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 তোমার নয়নযুগল বাদশাহ্কে, তাঁর নিজের সৌন্দর্যে দেখতে পাবে, তা সীমাহীন একটি দেশ দেখতে পাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 তোমার দুই চোখ রাজাকে তাঁর সৌন্দর্যসহ দেখবে, সে নিরীক্ষণ করবে একটি দেশ, যা বহুদূর পর্যন্ত বিস্তৃত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 আবার তোমরা দেখবে, সর্বদিকব্যাপী এক রাজ্যের উপরে একজন অধীশ্বর মহা সমারোহে রাজত্ব করছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 তোমার নয়নযুগল স্বীয় সৌন্দর্য্যবিশিষ্ট রাজাকে দর্শন করিবে, দূরব্যাপী দেশ দেখিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 তোমাদের চোখ রাজাকে তাঁর সৌন্দর্য্যে দেখতে পাবে। তোমরা অনেক দূরের সেই ভূখণ্ডটি দেখতে পাবে। অধ্যায় দেখুন |