যিশাইয় 33:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 সিয়োনে পাপিগণ কাঁপিতেছে, পামরগণ ত্রাসাপন্ন হইয়াছে। আমাদের মধ্যে কে সর্বগ্রাসক অগ্নিতে থাকিতে পারে? আমাদের মধ্যে কে চিরকালস্থায়ী অগ্নিশিখাসমূহের নিকটে থাকিতে পারে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 সিয়োনে গুনাহ্গাররা কাঁপছে, আল্লাহ্বিহীন লোকদের কাঁপুনি ধরেছে। আমাদের মধ্যে কে সর্বগ্রাসী আগুনে থাকতে পারে? আমাদের মধ্যে কে চিরকালস্থায়ী আগুনের শিখাগুলোর কাছে থাকতে পারে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 সিয়োনের পাপীরা আতঙ্কগ্রস্ত হয়েছে; ভক্তিহীন লোকেদের মধ্যে কাঁপুনি ধরেছে: “গ্রাসকারী আগুনে আমাদের মধ্যে কে বসবাস করতে পারে? আমাদের মধ্যে কে পারে সেই চিরস্থায়ী আগুনে বসবাস করতে?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 সিয়োনের পাপিষ্ঠরা ভয়ে কাঁপছে। তারা বলছে, ঈশ্বরের বিচার সর্বগ্রাসী অনন্ত অগ্নির মত। এই অগ্নির হাত থেকে আমরা কেউ কি রক্ষা পেতে পারি? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 সিয়োনে পাপিগণ কাঁপিতেছে, পামরগণ ত্রাসাপন্ন হইয়াছে। আমাদের মধ্যে কে সর্ব্বগ্রাসক অগ্নিতে থাকিতে পারে? আমাদের মধ্যে কে চিরকালস্থায়ী অগ্নিশিখাসমূহের নিকটে থাকিতে পারে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 সিয়োনের পাপীরা ভীত। যারা ভুল কাজ করেছিল তারা ভয়ে কাঁপছে। তারা বলছে, “এই ধ্বংসাত্মক আগুনের মধ্যে আমাদের কেউ কি বাঁচাতে পারবে? এই অনন্ত আগুনের কাছে কে বাস করতে পারে?” অধ্যায় দেখুন |