যিশাইয় 32:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 হে নিশ্চিন্ত মহিলারা, উঠ, আমার রব শ্রবণ কর; হে নিঃশঙ্ক-চিত্ত যুবতীরা, আমার বাক্যে কর্ণপাত কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 হে নিশ্চিন্ত মহিলারা, উঠ, আমার কথা শুন; হে নিশ্চিন্তমনা যুবতীরা, আমার কথায় কান দাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 আত্মতৃপ্ত নারী তোমরা, তোমরা ওঠো ও আমার কথা শোনো; নিশ্চিন্তমনা কন্যা তোমরা, তোমরা শোনো আমি কী কথা বলি! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 হে নারীবৃন্দ, তোমরা যারা নিশ্চিন্ত আরামে নির্ভাবনায় দিন কাটিয়ে দিচ্ছ, শোন তোমরা আমার কথা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 হে নিশ্চিন্তা মহিলারা, উঠ, আমার রব শ্রবণ কর; হে নিঃশঙ্ক-চিত্তা যুবতীরা, আমার বাক্যে কর্ণপাত কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 তোমাদের মহিলাদের মধ্যে কেউ কেউ এখনও শান্ত। তোমরা নিজেদের নিরাপদ মনে করছ। কিন্তু তোমাদের উঠে দাঁড়িয়ে আমার কথা শোনা উচিৎ। অধ্যায় দেখুন |