যিশাইয় 32:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 আর খলের যন্ত্র সকল মন্দ; সে মিথ্যা কথা দ্বারা নম্রদিগকে নষ্ট করিবার জন্য, যখন দরিদ্র ব্যক্তি ন্যায় কথা বলে তখনও কুসঙ্কল্প করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আর নাফরমানের সকল কাজই মন্দ; সে মিথ্যা কথা দ্বারা নম্রদেরকে নষ্ট করার জন্য, এমন কি যখন দরিদ্র ব্যক্তি মত কথা বলে তখনও কুসঙ্কল্প করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 খল লোকদের কাজের ধারা মন্দ, সে মন্দতার পরিকল্পনা করে, যেন মিথ্যার দ্বারা দরিদ্রকে ধ্বংস করে, এমনকি তখনও, যখন নিঃস্বের আবেদন ন্যায্য হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 খল ব্যক্তি মাত্রই মন্দ, সে মন্দ কাজ করে, মিথ্যা ষড়যন্ত্রে দরিদ্রকে বিনাশ করে এবং ন্যায়বিচার লাভে বাধা সৃষ্টি করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আর খলের যন্ত্র সকল মন্দ; সে মিথ্যাকথা দ্বারা নম্রদিগকে নষ্ট করিবার জন্য, যখন দরিদ্র ব্যক্তি ন্যায় কথা বলে, তখনও কুসংঙ্কল্প করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 সেই দুষ্ট লোকটি পাপবুদ্ধিকে অস্ত্রের মতো ব্যবহার করে। সে গরীব মানুষের সব কিছু আত্মসাৎ করার পরিকল্পনা করে। এমনকি যখন গরীব লোকটি সত্যি কথা বলছে সেই দুষ্ট লোক গরীব মানুষদের বিষয়ে মিথ্যা কথা বলে। অধ্যায় দেখুন |