যিশাইয় 32:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 ধন্য তোমরা, যাহারা সমস্ত জলপ্রবাহের ধারে বীজ বপন কর, যাহারা গরু ও গর্দভকে চরিতে দেও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 সুখী তোমরা, যারা সমস্ত পানির স্রোতের ধারে বীজ বপন কর, যারা গরু ও গাধাকে চরতে দাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 তবুও, তোমরা প্রতিটি জলস্রোতের তীরে বীজবপন করে, তোমাদের গৃহপালিত পশুপাল ও গাধাদের মুক্ত ভাবে চরতে দিয়ে তোমরা কতই না ধন্য হবে! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 শস্যের জন্য পর্যাপ্ত জল এবং গর্দভ ও পশুপালেন জন্য সর্বত্র নিরাপদ চারণক্ষেত্র লাভে প্রত্যেকে আনন্দিত হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 ধন্য তোমরা, যাহারা সমস্ত জলপ্রবাহের ধারে বীজ বপন কর, যাহারা গোরু ও গর্দ্দভকে চরিতে দেও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 এইসব লোকদের মধ্যে কেউ কেউ প্রতিটি জল প্রবাহের ধারে ফসল বুনবে। তোমাদের গাধা এবং গবাদি পশুরা এর চারি দিকে ঘুরে বেড়াবে ও স্বাধীন ভাবে খাদ্যগ্রহণ করবে। তোমরা খুব সুখী হবে। অধ্যায় দেখুন |