যিশাইয় 32:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 সকলে বুক চাপড়াইয়া মনোরম্য ক্ষেত্রের ও ফলবতী দ্রাক্ষালতার জন্য বিলাপ করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 সকলে বুক চাপড়িয়ে মনোরম ক্ষেতের ও ফলবতী আঙ্গুরলতার জন্য মাতম করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 মনোরম মাঠগুলির জন্য তোমরা বুক চাপড়াও, ফলবতী দ্রাক্ষালতাগুলির জন্য অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 শোকে বুক চাপড়াও কারণ উর্বরা কৃষিক্ষেত্র ও দ্রাক্ষাকুঞ্জ ধ্বংস হয়ে গেছে অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 সকলে বুক চাপড়িয়া মনোরম্য ক্ষেত্রের ও ফলবতী দ্রাক্ষালতার জন্য বিলাপ করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 তোমার দুঃখে ভারাক্রান্ত স্তনযুগলকে সেই সব দুঃখের কাপড় দিয়ে ঢেকে রাখ। কাঁদো যেহেতু তোমার জমি শস্য শূন্য। তোমার দ্রাক্ষাক্ষেত, যা একসময় ফসল দিত, তা এখন শূন্য। অধ্যায় দেখুন |