Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 30:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

24 চাষকারী গরু ও গর্দভ সকল কুলাতে ও চালুনীতে ঝাড়া ও সুস্বাদু দ্রব্যে মিশ্রিত কলাই খাইবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 চাষকারী গরু ও সমস্ত গাধা কুলাতে ও চালুনীতে ঝাড়া ও সুস্বাদু দ্রব্যে মিশানো খাবার খাবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 যে সমস্ত বলদ ও গর্দভগুলি জমিতে কাজ করে, তারা কাঁটা ও বেলচা দ্বারা ছড়ানো জাব ও ভূষি খাবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

24 যে পশুরা তোমাদের ভূমি কর্ষণ করে, সেই বৃষ ও গর্দভেরা পাবে উৎকৃষ্ট সুস্বাদু খাদ্য।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 চাষকারী গোরু ও গর্দ্দভ সকল কুলাতে ও চালুনীতে ঝাড়া ও সুস্বাদু দ্রব্যে মিশ্রিত কলায় খাইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 তোমাদের গাধা ও গবাদিপশু সমূহ (যেগুলিকে তোমরা জমি কর্ষণের জন্য ব্যবহার কর) প্রচুর পরিমাণে উৎকৃষ্টতম জাব খাবে যেগুলো কাঁটাযুক্ত দণ্ড ও কুড়ুল দিয়ে ছাড়ানো।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 30:24
10 ক্রস রেফারেন্স  

কারণ দুই বৎসরাবধি দেশে দুর্ভিক্ষ হইয়াছে; আরও পাঁচ বৎসর পর্যন্ত চাষ কি ফসল হইবে না।


তাঁহার কুলা তাঁহার হস্তে আছে; তিনি আপন খামার সুপরিষ্কৃত করিবেন, ও গম আপন গোলাতে সংগ্রহ করিবেন, কিন্তু তুষ অনির্বাণ অগ্নিতে পোড়াইয়া দিবেন।


তাঁহার কুলা তাঁহার হস্তে আছে, আর তিনি আপন খামার সুপরিষ্কার করিবেন, এবং আপনার গম গোলায় সংগ্রহ করিবেন, কিন্তু তুষ অনির্বাণ অগ্নিতে পোড়াইয়া দিবেন।


আর তিনি তাহাদিগকে আপনার সহস্রপতি ও পঞ্চাশৎপতি নিযুক্ত করিবেন, এবং কাহাকেও কাহাকেও তাঁহার ভূমি চাষ ও শস্য ছেদন করিতে এবং যুদ্ধের অস্ত্র ও রথের সজ্জা নির্মাণ করিতে নিযুক্ত করিবেন।


শস্যমর্দন কালে বলদের মুখে জালতি বাঁধিবে না।


পরে সেই নগরের প্রাচীনবর্গ সেই গোবৎসাকে এমন কোন একটি উপত্যকায় আনিবে, যেখানে জলস্রোত নিত্য বহে, এবং চাষ বা বীজবপন হয় না, সেই উপত্যকায় তাহার গ্রীবা ভাঙ্গিয়া ফেলিবে।


তুমি ছয় দিন পরিশ্রম করিবে, কিন্তু সপ্তম দিনে বিশ্রাম করিবে; চাষের ও ফসল কাটিবার সময়েও বিশ্রাম করিবে।


তিনি আরও কহিলেন, পোয়াল ও কলাই আমাদের নিকটে যথেষ্ট আছে, এবং রাত্রি যাপনের স্থানও আছে।


ধন্য তোমরা, যাহারা সমস্ত জলপ্রবাহের ধারে বীজ বপন কর, যাহারা গরু ও গর্দভকে চরিতে দেও।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন