যিশাইয় 30:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 আর প্রভু যদ্যপি তোমাদিগকে সঙ্কটের খাদ্য ও কষ্টের জল দেন, তথাপি তোমার শিক্ষকগণ আর গুপ্ত থাকিবে না, বরং তোমার চক্ষু তোমার শিক্ষকগণকে দেখিতে পাইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 আর প্রভু যদিও তোমাদের সঙ্কটের খাদ্য ও কষ্টের পানি দেন, তবুও তোমার শিক্ষকরা আর গুপ্ত থাকবে না, বরং তোমার চোখ তোমার শিক্ষকদেরকে পাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 প্রভু যদিও তোমাদের বিপক্ষতার খাবার ও কষ্টের জল দেন, তোমাদের শিক্ষকেরা আর গুপ্ত রইবেন না; তোমরা স্বচক্ষে তাদের দেখতে পাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 প্রভু পরমেশ্বর তোমাদের সঙ্কটের মধ্য দিয়ে যেতে বাধ্য করবেন, কিন্তু সেই সময় তোমাদের শিক্ষাদানের জন্য তিনি স্বয়ং তোমাদের সঙ্গে থাকবেন, তাঁকে তোমাদের আর খুঁজতে হবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 আর প্রভু যদ্যপি তোমাদিগকে সঙ্কটের খাদ্য ও কষ্টের জল দেন, তথাপি তোমার শিক্ষকগণ আর গুপ্ত থাকিবে না, বরং তোমার চক্ষু তোমার শিক্ষকগণকে দেখিতে পাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 অতীতে আমার প্রভু (ঈশ্বর) তোমাদের দুঃখ ও দুর্দশা দিয়েছিলেন—সেটা ছিল তোমাদের দৈনন্দিনের রুটি ও জলের মতো। কিন্তু ঈশ্বর তোমাদের শিক্ষাদাতা এবং তিনি তোমাদের কাছ থেকে চিরকাল লুকিয়ে থাকবেন না। তোমরা নিজেদের চোখেই নিজেদের শিক্ষককে দেখতে পাবে। অধ্যায় দেখুন |