Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 3:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

20 পায়ের মল, হেলিয়া , আতরের কৌটা,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 ললাটভূষণ, পায়ের মল, কোমরের রেশমী ফিতা, আতরের শিশি, বাজু,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 কপালের আভূষণ, পায়ের মল ও কোমরবন্ধনী, সুগন্ধি আতরের শিশি ও বাজু,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

20 বাজুবন্ধ ও মেখলা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 পায়ের মল, হেলিয়া, আতরের কৌটা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 ঘাঘরা, শাল, মসীনা বস্ত্র,

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 3:20
9 ক্রস রেফারেন্স  

ও সাদা মসীনা সূত্রনির্মিত উষ্ণীষ ও সাদা মসীনা সূত্রনির্মিত শিরোভূষণ ও পাকান সাদা মসীনা সূত্রনির্মিত শুক্ল জাঙ্গিয়া প্রস্তুত করিলেন।


আর আমি বাল দেবগণের সময়ের প্রতিফল তাহাকে ভোগ করাইব, যাহাদের উদ্দেশে সে ধূপ জ্বালাইত, ও কুণ্ডলাদি অলঙ্কারে আপনাকে অলঙ্কৃত করিয়া প্রেমিকদের পশ্চাতে গমন করিত, এবং আমাকে ভুলিয়া থাকিত, ইহা সদাপ্রভু বলেন।


আমি তোমার নাসিকাতে নথ, কর্ণে দুল ও মস্তকে চারু মুকুট দিলাম।


তখন হারোণ তাহাদিগকে কহিলেন, তোমরা আপন আপন স্ত্রী ও পুত্রকণ্যাগণের কর্ণের সুবর্ণ কুণ্ডল খুলিয়া আমার কাছে আন।


তাহাতে তাহারা আপনাদের হস্তগত বিজাতীয় দেবতা ও কর্ণকুণ্ডল সকল যাকোবকে দিল, এবং তিনি ঐ সকল শিখিমের নিকটবর্তী এলন বৃক্ষের তলে পুঁতিয়া রাখিলেন।


আর হারোণের পুত্রগণের জন্য অঙ্গ রক্ষক বস্ত্র ও কটিবদ্ধন প্রস্তুত করিবে, এবং গৌরব ও শোভার জন্য শিরোভূষণ করিয়া দিবে।


চন্দ্রহার, ঝুম্‌কা, চুড়ি, ঘোমটা, ললাটভূষণ,


তুমি রাজাকে ও মাতারাণীকে বল, তোমরা অবনত হও, বস, কেননা তোমাদের উষ্ণীষ, তোমাদের চারু মুকুট খসিয়া পড়িল।


তাহাদের মস্তকে মসীনার শিরোভূষণ ও কটিদেশে মসীনার জাঙ্গিয়া থাকিবে, তাহারা ঘর্মজনক কিছুতে বন্ধকটি হইবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন