যিশাইয় 3:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 তোমরা কি জন্য আমার প্রজাগণকে দলাইতেছ, ও দুঃখীদের মুখ ঘষিতেছ? প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, এই কথা কহিতেছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 তোমরা কি জন্য আমার লোকদেরকে নিপীড়ন করছো ও দুঃখীদের মুখ চুর্ণবিচুর্ণ করছো? বাহিনীগণের আল্লাহ্ মালিক, এই কথা বলছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 আমার প্রজাদের চূর্ণ করে এবং দরিদ্রদের মুখ ঘষে দিয়ে তোমরা কী বলতে চাইছ?” প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 আমার প্রজাদের নিষ্পেষণ করার এবং তাদের কাছ থেকে অন্যায়ভাবে সুযোগ গ্রহণ করার কোন অধিকার তোমাদের নাই। আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর এই কথা বললাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 তোমরা কি জন্য আমার প্রজাগণকে দলাইতেছ, ও দুঃখীদের মুখ ঘষিতেছ? প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, এই কথা কহিতেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 আমার লোকদের আঘাত করার অধিকার কে তোমাদের দিয়েছে? গরীব, হতদরিদ্র মানুষদের নোংরা-আবর্জনার মধ্যে ঠেলে দেওয়ার অধিকার কে তোমাদের দিয়েছে?” আমার গুরু, প্রভু সর্বশক্তিমান এই কথাগুলি বললেন। অধ্যায় দেখুন |