যিশাইয় 29:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 সেই দিন বধিরগণ পুস্তকের বাক্য শুনিবে, এবং তিমির ও অন্ধকারের মধ্য হইতে অন্ধদের চক্ষু দেখিতে পাইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 সেদিন বধিররা কিতাবের কালাম শুনবে এবং ঘন অন্ধকার ও অন্ধকারের মধ্য থেকে অন্ধদের চোখ দেখতে পাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 সেদিন, বধিরেরা সেই পুঁথির বাণীগুলি শুনতে পাবে, হতাশা ও অন্ধকার থেকে অন্ধ লোকদের চোখ দেখতে পাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 সেই দিন যখন আসবে, পুস্তক পাঠ হলে বধিরেরা শুনতে পারে এবং অন্ধকারে যাদের বাস, সেই অন্ধেরা দেখতে পাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 সেই দিন বধিরগণ পুস্তকের বাক্য শুনিবে, এবং তিমির ও অন্ধকারের মধ্য হইতে অন্ধদের চক্ষু দেখিতে পাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 বধির শুনতে পাবে, বই থেকে পড়ে শোনানো কথাগুলি; কুয়াশা ও অন্ধকারের মধ্যেও অন্ধ মানুষ দেখতে পাবে। অধ্যায় দেখুন |