যিশাইয় 29:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 তোমাদের কেমন বিপরীত বুদ্ধি! কুম্ভকার কি মৃত্তিকার সমান বলিয়া গণ্য? নির্মিত বস্তু কি নির্মাতার বিষয়ে বলিবে, ঐ ব্যক্তি আমাকে নির্মাণ করে নাই? গঠিত বস্তু কি আপন গঠনকারীর বিষয়ে বলিবে, উহার বুদ্ধি নাই? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 তোমাদের কেমন বিপরীত বুদ্ধি! কুমার কি মাটির সমান বলে গণ্য? নির্মিত বস্তু কি নির্মাতার বিষয়ে বলবে, ঐ ব্যক্তি আমাকে নির্মাণ করে নি? গঠিত বস্তু কি তার গঠনকারীর বিষয়ে বলবে, ওর বুদ্ধি নেই? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 তোমরা সমস্ত বিষয়কে উল্টোপাল্টা করছ, যেন কুমোর ও মাটি, একই সমান! নির্মিত বস্তু কি নির্মাতাকে বলবে, “সে আমাকে নির্মাণ করেনি?” পাত্র কি কুমোরকে বলতে পারে, “ও কিছুই জানে না?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 তাদের বুদ্ধি বিপর্যয় হয়েছে। তারা সবকিছু উল্টে দিতে চায়। মাটি, না কুম্ভকার—কোনটির গুরুত্ব বেশি? মানুষের হাতের তৈরী কোন বস্তু কি তাকে বলতে পারে, “তুমি আমাকে তৈরী কর নি’’ অথবা সে কি তাকে বলতে পারে, “তুমি জান না তুমি কি তৈরী করেছ?’’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 তোমাদের কেমন বিপরীত বুদ্ধি! কুম্ভকার কি মৃত্তিকার সমান বলিয়া গণ্য? নির্ম্মিত বস্তু কি নির্ম্মাতার বিষয়ে বলিবে, ঐ ব্যক্তি আমাকে নির্ম্মাণ করে নাই? গঠিত বস্তু কি আপন গঠনকারীর বিষয়ে বলিবে, উহার বুদ্ধি নাই? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 তোমরা আসলে বিভ্রান্ত। তোমরা মনে কর যে মাটি আর কুমোর সমান। তোমরা ভাবো যে তৈরী জিনিষটি, যে তাকে তৈরী করেছে তাকে বলতে পারে, “তুমি আমাকে তৈরী করনি!” এটা আসলে একটা পাত্রের মত যে তার সৃষ্টিকর্তাকে বলছে, “তুমি বোঝ না।” অধ্যায় দেখুন |