যিশাইয় 29:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 আবার যে লেখা পড়া জানে না, তাহাকে যদি সে তাহা দিয়া বলে, অনুগ্রহ করিয়া ইহা পাঠ কর, তবে সে উত্তর করিবে আমি লেখা পড়া জানি না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 আবার যে লেখা পড়া জানে না, তাকে যদি সে তা দিয়ে বলে, মেহেরবানী করে এটি পাঠ কর, তবে সে জবাবে বলবে আমি পড়তে জানি না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 অথবা যে পড়তে জানে না, এমন কাউকে যদি পুঁথিটি দাও ও বলো, “দয়া করে এটি পড়ে দাও,” সে উত্তর দেবে, “আমি পড়তে জানি না।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 আবার কোন নিরক্ষর ব্যক্তিকে যদি বইটি পড়ে দিতে বল, তাহলে সে বলবে, কি করে পড়তে হয়, সে জানে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 আবার যে লেখা পড়া জানে না, তাহাকে যদি সে তাহা দিয়া বলে, অনুগ্রহ করিয়া ইহা পাঠ কর, তবে সে উত্তর করিবে আমি লেখা পড়া জানি না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 অথবা তুমি কাউকে বইটি দিতে পার, যে পড়তে পারে না। সেই লোকটিকে পড়তে বললে সে বলবে, “আমি এই বই পড়তে পারব না। কারণ কিভাবে বইটি পড়তে হয় তা আমার জানা নেই।” অধ্যায় দেখুন |