যিশাইয় 28:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)26 কারণ তাহার ঈশ্বর তাহাকে যথার্থ শিক্ষা দেন; তিনি তাহাকে জ্ঞান দেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 কারণ তার আল্লাহ্ তাকে যথার্থ শিক্ষা দেন; তিনি তাকে জ্ঞান দেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 তার ঈশ্বর তাকে নির্দেশ দেন ও তাকে যথার্থ নিয়মের শিক্ষা দেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 সে জানে কিভাবে কাজ করতে হয় কারণ ঈশ্বর তাকে এভাবেই কাজ করতে শিখিয়েছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 কারণ তাহার ঈশ্বর তাহাকে যথার্থ শিক্ষা দেন; তিনি তাহাকে জ্ঞান দেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 আমাদের ঈশ্বর তোমাদের শিক্ষা দেবার জন্য এই পদ্ধতি ব্যবহার করছেন। এই উদাহরণ দেখায় যে মানুষকে শাস্তি দেবার সময় ঈশ্বর সঠিক উপায়েই শাস্তি দেবেন। অধ্যায় দেখুন |