যিশাইয় 26:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 তোমরা চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখ; কেননা সদাপ্রভু যিহোবাতেই যুগসমূহের শৈল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তোমরা চিরকাল মাবুদের উপর নির্ভরতা রাখ; কেননা মাবুদ ইয়াহ্ওয়েহ্ই তোমাদের অনন্তকালীন শৈল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তোমরা চিরকাল সদাপ্রভুর উপরে নির্ভর করো, কারণ সদাপ্রভু, সেই সদাপ্রভুই হলেন শাশ্বত শৈল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 পরমেশ্বরের উপরেই আস্থা রেখ চিরদিন, রক্ষা করবেন তিনি সর্বদা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তোমরা চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখ; কেননা সদাপ্রভু যিহোবাতেই যুগসমূহের শৈল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 সদা সর্বদা প্রভুকে বিশ্বাস কর। তিনি তোমাদের চিরকালের নিরাপদ আশ্রয়। অধ্যায় দেখুন |