যিশাইয় 25:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 আর বাহিনীগণের সদাপ্রভু এই পর্বতে সর্বজাতির নিমিত্ত উত্তম উত্তম খাদ্য দ্রব্যের এক ভোজ, পুরাতন দ্রাক্ষারসের, মেদযুক্ত উত্তম খাদ্য দ্রব্যের ও নির্মলীকৃত পুরাতন দ্রাক্ষারসের এক ভোজ প্রস্তুত করিবেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 আর বাহিনীগণের মাবুদ এই পর্বতে সর্বজাতির জন্য উত্তম উত্তম খাদ্য দ্রব্যের একটি ভোজ, পুরানো আঙ্গুর-রসের, মেদযুক্ত উত্তম খাদ্যদ্রব্য ও সবচেয়ে ভাল পুরানো আঙ্গুর-রসের একটি ভোজ প্রস্তুত করবেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 এই পর্বতের উপরে সর্বশক্তিমান সদাপ্রভু প্রস্তুত করবেন সমস্ত জাতির জন্য উৎকৃষ্ট খাদ্যের মহাভোজ, পুরোনো দ্রাক্ষারসের এক পানসভা, সর্বোৎকৃষ্ট মাংস ও উৎকৃষ্টতম দ্রাক্ষারস সমন্বিত ভোজ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর সিয়োন পর্বতে পৃথিবীর সমস্ত জাতির জন্য এর মহা ভোজের আয়োজন করবেন। সেই ভোজে পরিবেশিত হবে সর্বাপেক্ষা মূল্যবান সুস্বাদু খাদ্য ও উৎকৃষ্ট সুরা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 আর বাহিনীগণের সদাপ্রভু এই পর্ব্বতে সর্ব্বজাতির নিমিত্ত উত্তম উত্তম খাদ্য দ্রব্যের এক ভোজ, পুরাতন দ্রাক্ষারসের, মেদোযুক্ত উত্তম খাদ্য দ্রব্যের ও নির্ম্মলীকৃত পুরাতন দ্রাক্ষারসের এক ভোজ প্রস্তুত করিবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 সেই সময়, প্রভু সর্বশক্তিমান এই পর্বতের সমস্ত জাতিকে এক ভুরিভোজে আপ্যায়িত করবেন। সেই ভোজে সেরা খাদ্য ও পানীয় থাকবে। মাংস হবে নরম ও সুস্বাদু। অধ্যায় দেখুন |