যিশাইয় 24:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 নূতন দ্রাক্ষারস শুষ্ক হইয়াছে, দ্রাক্ষালতা ম্লান হইয়াছে, প্রফুল্লচিত্ত সকলে দীর্ঘনিশ্বাস ত্যাগ করিতেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 নতুন আঙ্গুর-রস শুকিয়ে গেছে, আঙ্গুরলতা ম্লান হয়েছে, প্রফুল্লচিত্ত সকলে দীর্ঘনিশ্বাস ত্যাগ করছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 নতুন দ্রাক্ষারস শুকিয়ে যায় ও দ্রাক্ষালতা নিস্তেজ হয়; আমোদ-আহ্লাদকারী সকলে আর্তনাদ করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 দ্রাক্ষাকুঞ্জ শুকিয়ে গেছে, দ্রাক্ষার সুরায় ঘাটতি শুরু হয়েছে। একদিন যারা সুখী ছিল, আজ তারা দুঃখী, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 নূতন দ্রাক্ষারস শোকার্ত্ত হইয়াছে, দ্রাক্ষালতা ম্লান হইয়াছে, প্রফুল্লচিত্ত সকলে দীর্ঘনিঃশ্বাস ত্যাগ করিতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 দ্রাক্ষা ক্ষেত মৃতপ্রায়। নতুন দ্রাক্ষারস অপেয়। অতীতে মানুষ সুখী ছিল। কিন্তু তারা এখন দুঃখী। অধ্যায় দেখুন |