যিশাইয় 24:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 এই কারণ অভিশাপ পৃথিবীকে গ্রাস করিল, ও তন্নিবাসিগণ দোষী সাব্যস্ত হইল; এই কারণ পৃথিবী-নিবাসীরা দগ্ধ হইল, অল্প লোকই অবশিষ্ট আছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 সেজন্য বদদোয়া দুনিয়াকে গ্রাস করলো ও সেখানকার বাসিন্দারা দোষী সাব্যস্ত হল; সেজন্য দুনিয়া-নিবাসীদের আগুনে পুড়িয়ে দেওয়া হল, অল্প লোকই অবশিষ্ট আছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 সেই কারণে, এক অভিশাপ পৃথিবীকে গ্রাস করেছে; এর লোকেরা অবশ্য তাদের অপরাধ বহন করবে। তাই পৃথিবীর অধিবাসীরা দগ্ধ হয়, অতি অল্প মানুষই বেঁচে থাকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 তাই ঈশ্বর পৃথিবীকে অভিশাপ দিয়েছেন। এই পৃথিবীর মানুষ তাদের কর্মফল ভোগ করছে। ফলে তাদের সংখ্যা ক্রমে ক্ষয় পেতে থাকবে। মুষ্টিমেয় কয়েকজন অবশিষ্ট থাকবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 এই কারণ অভিশাপ পৃথিবীকে গ্রাস করিল, ও তন্নিবাসিগণ দোষী সাব্যস্ত হইল; এই কারণ পৃথিবী-নিবাসীরা দগ্ধ হইল, অল্প লোকই অবশিষ্ট আছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 এই দেশের লোকরা তাদের ভুল কাজের জন্য দোষী ছিল। তাই এই দেশকে ধ্বংস করার জন্য ঈশ্বর প্রতিশ্রুতিবদ্ধ। লোকদের শাস্তি দেওয়া হবে। শুধুমাত্র কিছু লোক বেঁচে থাকবে। অধ্যায় দেখুন |