যিশাইয় 23:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 ঐ জনশ্রুতি মিসরে পৌঁছিবামাত্র লোকে সোরের সংবাদে ব্যথিত হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 ঐ জনশ্রুতি মিসরে পৌঁছামাত্র লোকে টায়ারের সংবাদে ব্যথিত হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 যখন মিশরের কাছে সংবাদ আসে, সোরের কাছ থেকে প্রাপ্ত সংবাদে তাদের মনস্তাপ হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 টায়ারের ধ্বংস হওয়ার কথা শুনে মিশর পর্যন্ত চমকে উঠবে, হতাশ হয়ে পড়বে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 ঐ জনশ্রুতি মিসরে পৌঁছিবামাত্র লোকে সোরের সংবাদে ব্যথিত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 মিশর, সোর সম্বন্ধে এমন সংবাদ পাবে। এই খবর মিশরকে দারুণ শারীরিক ও মানসিক যন্ত্রণায় ফেলবে। অধ্যায় দেখুন |