যিশাইয় 23:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 হে তর্শীশ-কন্যা, তুমি নীল নদীর ন্যায় আপন দেশ প্লাবিত কর, তোমার কটিবন্ধন আর নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 হে তর্শীশ-কন্যা, তুমি নীল নদের মত তোমার দেশ প্লাবিত কর, তোমার কোমরবন্ধনী আর নেই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 ওহে তর্শীশের কন্যা, নীলনদের তীরে ভূমি কর্ষণ করো, কারণ তোমার বন্দরটি আর নেই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 স্পেনের উপনিবেশ নিবাসী, তোমরা ফিরে যাও, চাষ-আবাদ কর গিয়ে। তোমাদের উপরে আর কারও কর্তৃত্ব নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 হে তর্শীশ-কন্যা, তুমি নীল নদীর ন্যায় আপন দেশ প্লাবিত কর, তোমার কটিবন্ধন আর নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 তর্শীশ থেকে আসা মালবাহী জাহাজগুলি স্বদেশে ফিরে যাও। সমুদ্রটাকে ছোট নদী মনে করে পেরিয়ে যাও। কোন ব্যক্তিই এখন তোমায় থামাবে না। অধ্যায় দেখুন |