যিশাইয় 22:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 তোমার শাসনকর্তারা সকলে একবারে পলায়ন করিল; ধনুর্ধরগণ কর্তৃক বদ্ধ হইল; তোমার মধ্যে যে সকল লোক পাওয়া গেল, তাহারা একবারে বদ্ধ হইল, তাহারা দূরে পলায়ন করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তোমার শাসনকর্তারা সকলে একবারে পালিয়ে গেল; ধনুক ব্যবহার না করেই তাদের ধরা হল; তোমার মধ্যে যেসব লোক পাওয়া গেল, তারা একবারে ধরা পরলো, তারা দূরে পালিয়ে গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 তোমাদের সব নেতা একসঙ্গে পলায়ন করেছে; ধনুক ব্যবহার না করেই তাদের ধরা হয়েছে। তোমাদের মধ্যে যারা ধৃত হয়েছে, তারা একসঙ্গে বন্দি হয়েছে, যদিও শত্রু দূরে থাকতেই তারা পালিয়ে গিয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তোমার সমস্ত নেতা যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করেছে এবং পলায়নকালে বাণ নিক্ষেপ করার আগেই বন্দী হয়েছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তোমার শাসনকর্ত্তারা সকলে একবারে পলায়ন করিল; ধনুর্দ্ধরগণ কর্ত্তৃক বদ্ধ হইল; তোমার মধ্যে যে সকল লোক পাওয়া গেল, তাহারা একবারে বদ্ধ হইল, তাহারা দূরে পলায়ন করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 তোমাদের সব নেতারা এক সঙ্গে পালিয়ে গেল। কিন্তু সকলেই আবার বন্দী হয়েছে। নেতারা বন্দী হয়েছে ধনুক ছাড়াই। অধ্যায় দেখুন |