যিশাইয় 22:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 দেখ, হে বীর, সদাপ্রভু তোমাকে ছুড়িয়া ফেলিবেন, তিনি দৃঢ়রূপে তোমাকে ধরিবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 দেখ, হে বীর, মাবুদ তোমাকে ছুড়ে ফেলবেন, তিনি শক্ত করে তোমাকে ধরবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 “তুমি সাবধান হও, ওহে শক্তিশালী মানুষ, সদাপ্রভু তোমাকে শক্ত হাতে ধরে নিক্ষেপ করতে চলেছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তুমি বিশিষ্ট ব্যক্তি হতে পার কিন্তু প্রভু পরমেশ্বর তোমাকে তুলে দূরে ছুঁড়ে ফেলে দেবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 দেখ, হে বীর, সদাপ্রভু তোমাকে ছুড়িয়া ফেলিবেন, তিনি দৃঢ়রূপে তোমাকে ধরিবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17-18 “হে মানুষ, প্রভু তোমায় পিষে মারবেন। প্রভু তোমাকে একটা ছোট গোলায় পরিণত করবেন এবং দূরের একটি বিশাল দেশে তোমাকে ছুঁড়ে ফেলবেন এবং সেখানে তুমি মারা যাবে।” প্রভু বললেন, “তুমি তোমার যুদ্ধরথের জন্য খুবই গর্বিত। কিন্তু ঐ দূরবর্তী দেশে নতুন শাসকের কাছে তোমার থেকেও ভাল যুদ্ধরথ থাকবে। তাই তোমার রথ ঐ রাজপ্রাসাদে তেমন গুরুত্ব পাবে না। অধ্যায় দেখুন |