যিশাইয় 22:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 এখানে তোমার কেই বা আছে যে, তুমি আপনার জন্য এখানে কবর খনন করিয়াছ? এত উচ্চস্থানে আপনার কবর খনন করিয়াছে, আপনার নিমিত্ত শৈলে আগার খনন করিয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 এখানে তোমার কেই বা আছে যে, তুমি নিজের জন্য এখানে কবর খনন করেছ? এত উঁচু স্থানে নিজের কবর খনন করেছে, নিজের বসবাসের জন্য শৈল খনন করেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 তুমি এখানে কী করছ আর কে-ই বা তোমাকে অনুমতি দিয়েছে তোমার কবর এখানে কেটে রাখার, পাহাড়ের উপরে তোমার কবর খোদাই করার, শৈলের মধ্যে তোমার বিশ্রামস্থান বাটালি দিয়ে নির্মাণ করার? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 তুমি নিজেকে কি মনে করেছ? পাহাড়ের গায়ে নিজের জন্য কবর খোদাই করার কি অধিকার তোমার আছে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 এখানে তোমার কেই বা আছে যে, তুমি আপনার জন্য এখানে কবর খনন করিয়াছ? এত উচ্চস্থানে আপনার কবর খনন করিয়াছে, আপনার নিমিত্ত শৈলে আগার খনন করিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 ভৃত্যটিকে জিজ্ঞাসা কর “এখানে কি করছ? তোমার পরিবারের কেউ কি এখানে সমাহিত হয়েছে? কেন তুমি এখানে কবর খুঁড়ছো?” যিশাইয় বললেন, “এই লোকটার দিকে দেখ। সে একটি উঁচু জায়গায় কবর খুঁড়ছে। এই লোকটি পাথর কেটে কেটে নিজের কবর তৈরি করছে।” অধ্যায় দেখুন |