যিশাইয় 22:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, এই কথা কহেন, তুমি ঐ কোষাধ্যক্ষের নিকটে, অর্থাৎ বাটীর অধ্যক্ষ শিব্নের নিকটে গিয়া তাহাকে বল, এখানে তোমার কি? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 প্রভু, বাহিনীগণের মাবুদ, এই কথা বলেন, তুমি ঐ কোষাধ্যক্ষের কাছে, অর্থাৎ বাড়ির নেতা শিব্নের কাছে গিয়ে তাকে বল, এখানে তুমি কি করছো? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, এই কথা বলেন: “তুমি শিব্ন, যে প্রাসাদের তত্ত্বাবধায়ক, ওই পরিচারকের কাছে গিয়ে বলো: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 সর্বাধিপতি সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর আমাকে রাজপরিবারের অধ্যক্ষ শেব্নার কাছে গিয়ে তাকে বলতে বললেনঃ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, এই কথা কহেন, তুমি ঐ কোষাধ্যক্ষের নিকটে, অর্থাৎ বাটীর অধ্যক্ষ শিব্নের নিকটে গিয়া তাহাকে বল, এখানে তোমার কি? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 আমার সদাপ্রভু, সর্বশক্তিমান আমাকে এই কথাগুলি বলেছিলেন, শিব্নে নামক এই ভৃত্যের কাছে যাও। ঐ ভৃত্য হল রাজপ্রাসাদের অধ্যক্ষ। অধ্যায় দেখুন |