যিশাইয় 21:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 তোমরা তৃষিতের কাছে জল আন; হে টেমা-দেশবাসীরা, তোমরা অন্ন লইয়া পলাতকদের সহিত সাক্ষাৎ কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 তোমরা পিপাসিত লোকদের কাছে পানি আন; হে টেমা-দেশবাসীরা, তোমরা খাদ্য নিয়ে পলাতকদের সঙ্গে সাক্ষাৎ কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 তোমরা তৃষ্ণার্ত মানুষদের জন্য জল নিয়ে এসো; আর তোমরা যারা টেমায় বসবাস করো, তোমরা পলাতকদের জন্য খাবার নিয়ে এসো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 হে তেমা নিবাসী, পলাতক উদ্বাস্তুদের দান করো অন্ন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তোমরা তৃষিতের কাছে জল আন; হে টেমা-দেশবাসীরা, তোমরা অন্ন লইয়া পলাতকদের সহিত সাক্ষাৎ কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 তারা কিছু তৃষ্ণার্ত ভ্রমণকারীদের জল পান করালো। টেমার লোকরা ঐ ভ্রমণকারীদের খাদ্যও দিল। অধ্যায় দেখুন |