যিশাইয় 21:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 আরব বিষয়ক ভারবাণী। হে দদানীয় পথিক দলসমূহ, তোমরা আরবে বনের মধ্যে রাত্রি যাপন করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আরব বিষয়ক দৈববাণী। হে দদানীয় পথিকদলগুলো, তোমরা আরবে বনের মধ্যে রাত যাপন করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 আরবের বিরুদ্ধে এক ভবিষ্যদ্বাণী, দদানের মরুযাত্রী তোমরা, যারা আরবীয় ঘন জঙ্গল এলাকায় তাঁবু স্থাপন করো, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 আরব সম্বন্ধে একটি দৈববাণী হলঃ হে দদানবাসী, উষর আরবভূমিতে যত পথিকদল কাফেলা নিয়ে যাবার পথে বিশ্রামের জন্য তাঁবু ফেলবে, তাদের তৃষ্ণার জল দান করো। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আরব বিষয়ক ভারবাণী। হে দদানীয় পথিকদল-সমূহ, তোমরা আরবে বনের মধ্যে রাত্রি যাপন করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 আরব সম্বন্ধে দুঃখের বার্তা: দদান থেকে এক দল ব্যবসায়ী তাদের ব্যবসার জিনিসপত্র পশুর টানা গাড়িতে (ক্যারাভান) চাপিয়ে নিয়ে আসছে। আরবের মরুভূমিতে কিছু গাছের কাছে তারা রাত কাটাল। অধ্যায় দেখুন |