যিশাইয় 21:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 হে আমার মর্দনীয় শস্য, আমার খামারের সন্তান, আমি বাহিনীগণের সদাপ্রভুর, ইস্রায়েলের ঈশ্বরের কাছে যাহা শুনিয়াছি, তাহা তোমাদিগকে জ্ঞাত করিলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 হে আমার মাড়াই করা শস্য, আমার খামারের সন্তান, আমি বাহিনীগণের মাবুদের, ইসরাইলের আল্লাহ্র কাছে যা শুনেছি, তা তোমাদেরকে জানালাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 ও আমার প্রজারা, তোমাদের খামারে মাড়াই করে চূর্ণ করা হয়েছে, আমি সর্বশক্তিমান সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বরের কাছ থেকে যা শুনেছি, তাই তোমাদের বলি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 হে আমার প্রজা ইসরায়েল, একদিন গমের মত তোমাদের মাড়াই করা হয়েছিল কিন্তু ইসরায়েলের আরাধ্য ঈশ্বর সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের কাছ থেকে যে সুসংবাদ আমি পেয়েছি সেই সংবাদ তোমাদের কাছে ঘোষণা করলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 হে আমার মর্দ্দনীয় শস্য, আমার খামারের সন্তান, আমি বাহিনীগণের সদাপ্রভুর, ইস্রায়েলের ঈশ্বরের কাছে যাহা শুনিয়াছি, তাহা তোমাদিগকে জ্ঞাত করিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 যিশাইয় বললেন, “হে আমার লোকরা, ইস্রায়েলের ঈশ্বর, প্রভু সর্বশক্তিমানের কাছ থেকে আমি যা যা শুনেছিলাম তা সবই তোমাদের জানিয়েছি। খামারে শস্য মাড়াই করার মতো তোমাদেরও মাড়ানো হবে।” অধ্যায় দেখুন |