যিশাইয় 2:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 তোমরা মনুষ্যের আশ্রয় ছাড়িয়া যাও, যাহার নাসাগ্রে প্রাণবায়ু; ফলে সে কিসের মধ্যে গণ্য? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 তোমরা মানুষের আশ্রয় ছেড়ে যাও, যার নাকের আগায় তার প্রাণবায়ু থাকে; ফলে সে কিসের মধ্যে গণ্য? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 তোমরা মানুষের উপরে নির্ভর করা ছেড়ে দাও, যার নাকে তো কেবলমাত্র প্রাণবায়ু বয়। সে কীসের মধ্যে গণ্য? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 মরণশীল মানুষের উপর ভরসা করো না। আস্থা স্থাপন করো না তাদের উপর। সে তো নগণ্য মানুষ মাত্র! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 তোমার মনুষ্যের আশ্রয় ছাড়িয়া যাও, যাহার নাসাগ্রে প্রাণবায়ু; ফলে সে কিসের মধ্যে গণ্য? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 নিজেদের রক্ষা করার জন্য লোকদের অন্য কারও ওপর আস্থা রাখা উচিৎ নয়। কারণ মানুষ মরণশীল এবং তারা মারা যাবে। তাই তোমাদের এটা ভাবা উচিৎ নয় যে তারা ঈশ্বরের মতো ক্ষমতাবান। অধ্যায় দেখুন |