যিশাইয় 19:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 সেই দিন ইস্রায়েল মিসরের ও অশূরের সহিত তৃতীয় হইবে, পৃথিবীর মধ্যে আশীর্বাদপাত্র হইবে; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 সেদিন ইসরাইল মিসর ও আসেরিয়া দেশের সঙ্গে তৃতীয় হবে, দুনিয়ার মধ্যে দোয়ার পাত্র হবে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 সেদিন মিশর ও আসিরিয়ার সঙ্গে তৃতীয় দেশরূপে ইস্রায়েল পৃথিবীর আশীর্বাদস্বরূপ হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 সেইদিন মিশর ও আসিরিয়ার সঙ্গে ইসরায়েল এক আসনে বসবে এবং এরা সকলেই সমগ্র পৃথিবীর পক্ষে হবে আশীর্বাদস্বরূপ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 সেই দিন ইস্রায়েল মিসরের ও অশূরের সহিত তৃতীয় হইবে, পৃথিবীর মধ্যে আশীর্ব্বাদপাত্র হইবে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 সে সময় ইস্রায়েল, মিশর ও অশূর মিলিত হবে এবং দেশকে নিয়ন্ত্রণ করবে। এটা দেশের পক্ষে কল্যাণকর হবে। অধ্যায় দেখুন |