যিশাইয় 18:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 পর্বতস্থ হিংস্র পক্ষীদের ও বন্য পশুদের নিমিত্ত উহারা একসঙ্গে পরিত্যক্ত হইবে; হিংস্র পক্ষিগণ তাহার উপরে গ্রীষমকাল যাপন করিবে, ও সকল বন্য পশু তাহার উপরে শীতকাল যাপন করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 পর্বতস্থ হিংস্র পাখিগুলোর ও বন্য পশুদের জন্য ওরা একসঙ্গে পরিত্যক্ত হবে; হিংস্র পাখিরা তার উপরে গ্রীষ্মকাল যাপন করবে ও সব বন্য পশু তার উপরে শীতকাল যাপন করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 তাদের শিকারি পাখি ও বন্য জন্তুদের কাছে, সবাইকে পর্বতের উপরে ফেলে রাখা হবে; পাখিরা সমস্ত গ্রীষ্মকাল ধরে ও বন্যজন্তুরা সমস্ত শীতকাল তাদের ভোজন করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 তাদের সৈন্যবাহিনীর মৃতদেহ অনাবৃত হয়ে বন্য পশু ও শিকারী পাখিদের জন্য পড়ে থাকবে। গ্রীষ্মকালে পাখি ও শীতকালে বন্য পশুদের আহার্য হবে তারা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 পর্ব্বতস্থ হিংস্র পক্ষীদের ও বন্য পশুদের নিমিত্ত উহারা একসঙ্গে পরিত্যক্ত হইবে; হিংস্র পক্ষিগণ তাহার উপরে গ্রীষ্মকাল যাপন করিবে, ও সকল বন্য পশু তাহার উপরে শীতকাল যাপন করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 দ্রাক্ষা ক্ষেতগুলি পর্বতের পাখি এবং বন্য জন্তুদের খাবার জন্য পড়ে থাকবে। গ্রীষ্মকালে পাখিরা দ্রাক্ষা-লতায় বাসা বাঁধবে এবং শীতকালে বন্য জন্তুরা দ্রাক্ষা-লতা খাবে।” অধ্যায় দেখুন |