যিশাইয় 18:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 আহা, পক্ষের ঝিঁঝি শব্দ-বিশিষ্ট, কূশদেশীয় নদীগণের পরপারস্থ, দেশ; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 আহা, পাখার ঝিঁঝি শব্দ-বিশিষ্ট, ইথিওপিয়া দেশের নদীগুলোর ওপারের দেশ; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 হায়! ইথিয়োপিয়ার নদীগুলির ওপারে, ঝিঁঝি শব্দকারী ডানার দেশ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 সুদানের নদনদীর অপর পারে আছে একটি দেশ, সেখান থেকে ভেসে আসছে ডানা ঝাপটানোর আওয়াজ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 আহা, পক্ষের ঝিঁঝীশব্দ-বিশিষ্ট, কূশদেশীয় নদীগণের পরপারস্থ, দেশ; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 কূশীয় নদীগুলির দৈর্ঘ্য বরাবর দেশটির দিকে দেখ। দেশটি পতঙ্গে ভরে গিয়েছে। তুমি তাদের ডানার ভন ভন শব্দ শুনতে পাচ্ছ। অধ্যায় দেখুন |