যিশাইয় 17:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 আর সেই দিন এই ঘটিবে, যাকোবের গৌরব ক্ষীণ হইবে, ও তাহার মাংসের স্থূলতা কৃশ হইয়া পড়িবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আর সেদিন তা ঘটবে, ইয়াকুবের গৌরব ক্ষীণ হবে ও তার চর্বি গলে যাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 “সেদিন যাকোব কুলের মহিমা ম্লান হয়ে যাবে; তার শরীরের মেদ ঝরে যাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 প্রভু পরমেশ্বর বলেছেন, এমন একদিন আসছে, যেদিন ইসরায়েলের গৌরব মাহাত্ম্যের অবসান হবে, দারিদ্র্য তার ধন-ঐশ্বর্যের স্থান অধিকার করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আর সেই দিন এই ঘটিবে, যাকোবের গৌরব ক্ষীণ হইবে, ও তাহার মাংসের স্থূলতা কৃশ হইয়া পড়িবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 “যাকোবের সমস্ত মহিমা অবদমিত হবে। তার সমৃদ্ধি ক্ষয়লাভ করবে। অধ্যায় দেখুন |