Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 16:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

1 তোমরা সেলা হইতে প্রান্তর দিয়া সিয়োন-কন্যার পর্বতে দেশাধ্যক্ষের কাছে মেষশাবক সমূহ পাঠাইয়া দেও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 তোমরা সেলা থেকে মরুভূমি দিয়ে সিয়োন-কন্যার পর্বতে শাসনকর্তার কাছে ভেড়ার বাচ্চাগুলো পাঠিয়ে দাও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 দেশের শাসনকর্তার কাছে উপহাররূপে কতগুলি মেষশাবক পাঠাও, মরুভূমির ওপারে, সেলা থেকে সিয়োন-কন্যার পর্বতে পাঠাও।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 মোয়াববাসী সেলা থেকে জেরুশালেমে মরুপথে যিহুদীয়ারাজের কাছে উপঢৌকনস্বরূপ মেষশাবক পাঠাল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 তোমরা সেলা হইতে প্রান্তর দিয়া সিয়োন-কন্যার পর্ব্বতে দেশাধ্যক্ষের কাছে মেষশাবক সমূহ পাঠাইয়া দেও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 হে লোকরা, দেশের শাসকের জন্য তোমরা একটি উপহার পাঠাও। সেলা থেকে একটি মেষশাবক মরুভূমির মধ্যে দিয়ে সিয়োন কন্যা পর্বতের কাছে পাঠিয়ে দাও।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 16:1
8 ক্রস রেফারেন্স  

সে অদ্যই নোবে বিলম্ব করিতেছে, সে সিয়োন-কন্যার পর্বতের, যিরূশালেম-গিরির, প্রতিকূলে হস্ত নাড়িতেছে।


মোয়াব-রাজ মেশা মেষাধিকারী ছিলেন; তিনি ইস্রায়েল-রাজকে কর-রূপে এক লক্ষ মেষশাবকের এবং এক লক্ষ মেষের লোম দিতেন।


তিনি লবণোপত্যকায় ইদোমের দশ সহস্র লোককে বধ করিলেন, ও যুদ্ধ দ্বারা সেলা হস্তগত করিয়া তাহার নাম যক্তেল রাখিলেন; অদ্যাপি তাহা রহিয়াছে।


আর তিনি মোয়াবীয়দিগকে আঘাত করিয়া রজ্জুতে মাপিলেন, ভূমিতে শয়ন করাইয়া বধ করণার্থে দুই রজ্জু এবং জীবিত রাখিবার জন্য সম্পূর্ণ এক রজ্জু দিয়া মাপিলেন; তাহাতে মোয়াবীয়েরা দায়ূদের দাস হইয়া উপঢৌকন আনিল।


প্রান্তর ও তথাকার নগর সকল উচ্চৈঃস্বর করুক, কেদরের বসতি গ্রাম সকল তাহা করুক, শেলা-নিবাসীরা আনন্দ-রব করুক, পর্বতগণের চূড়া হইতে মহানাদ করুক;


অতএব সেই রৌপ্য দ্বারা তুমি বৃষ, মেষ, মেষশাবক ও তাহাদের উপযুক্ত ভক্ষ্য ও পানীয় নৈবেদ্য যত্নপূর্বক ক্রয় করিয়া তোমাদের ঈশ্বরের যিরূশালেমস্থ গৃহস্থিত যজ্ঞবেদির উপরে উৎসর্গ করিবে।


আর হে পালের দুর্গ, হে সিয়োন-কন্যার গিরি, তোমারই কাছে [রাজ্য] আসিবেই আসিবে, হাঁ, পূর্বকালীন কর্তৃত্ব, যিরূশালেম-কন্যার রাজ্য আসিবে।


দেশের সমস্ত প্রজা ইস্রায়েলের অধ্যক্ষকে এই উপহার দিতে বাধ্য হইবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন