যিশাইয় 16:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 তোমরা সেলা হইতে প্রান্তর দিয়া সিয়োন-কন্যার পর্বতে দেশাধ্যক্ষের কাছে মেষশাবক সমূহ পাঠাইয়া দেও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 তোমরা সেলা থেকে মরুভূমি দিয়ে সিয়োন-কন্যার পর্বতে শাসনকর্তার কাছে ভেড়ার বাচ্চাগুলো পাঠিয়ে দাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 দেশের শাসনকর্তার কাছে উপহাররূপে কতগুলি মেষশাবক পাঠাও, মরুভূমির ওপারে, সেলা থেকে সিয়োন-কন্যার পর্বতে পাঠাও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 মোয়াববাসী সেলা থেকে জেরুশালেমে মরুপথে যিহুদীয়ারাজের কাছে উপঢৌকনস্বরূপ মেষশাবক পাঠাল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 তোমরা সেলা হইতে প্রান্তর দিয়া সিয়োন-কন্যার পর্ব্বতে দেশাধ্যক্ষের কাছে মেষশাবক সমূহ পাঠাইয়া দেও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 হে লোকরা, দেশের শাসকের জন্য তোমরা একটি উপহার পাঠাও। সেলা থেকে একটি মেষশাবক মরুভূমির মধ্যে দিয়ে সিয়োন কন্যা পর্বতের কাছে পাঠিয়ে দাও। অধ্যায় দেখুন |