Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 14:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

10 তাহারা সকলে উত্তর করিয়া তোমাকে বলে, তুমিও কি আমাদের ন্যায় ক্ষীণবল হইলে? তুমিও কি আমাদের সমান হইলে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 তারা সকলে জবাবে তোমাকে বলে, তুমিও কি আমাদের মত দুর্বল হয়ে পড়েছ? তুমিও কি আমাদের সমান হলে?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 তারা সকলেই প্রত্যুত্তর করবে, তারা সবাই তোমাকে বলবে, “তুমিও আমাদেরই মতো দুর্বল হয়েছ; তুমি আমাদের সদৃশ হয়েছ।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

10 তাকে তারা ডেকে বলছে, ‘এবার তুমিও আমাদেরই মত হীনবল হলে। আজ তুমি আমাদেরই একজন!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 তাহারা সকলে উত্তর করিয়া তোমাকে বলে, তুমিও কি আমাদের ন্যায় ক্ষীণবল হইলে? তুমিও কি আমাদের সমান হইলে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 এইসব নেতারা তোমার সঙ্গে মজা করবে। তারা বলবে, “তুমি এখন আমাদের মতোই একটি মৃতদেহ। তুমি ঠিক আমাদের মতোই।”

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 14:10
7 ক্রস রেফারেন্স  

বলবান বীরগণ পাতালের মধ্যে থাকিয়া তাহার ও তাহার সহকারীদের সহিত কথা বলিবে; সেই অচ্ছিন্নত্বক্‌ লোকেরা, সেই খড়্‌গনিহত লোকেরা নামিয়া গিয়াছে, শুইয়া আছে।


কেননা হীনবুদ্ধির ন্যায় জ্ঞানবানের বিষয়ও লোকে চিরকাল মনে রাখিবে না, ভবিষ্যৎকালে কিছুই স্মরণে থাকিবে না; আহা! হীনবুদ্ধি যেমন মরে, তেমনি জ্ঞানবানও মরে।


যে মনুষ্য ঐশ্বর্যশালী অথচ অবোধ, সে নশ্বর পশুদের সদৃশ।


তখন আমি তোমাকে পাতালগামীদের সঙ্গে প্রাক্কালীন লোকদের নিকটে নামাইব, এবং অধোভুবনে, চিরোৎসন্ন স্থানে, পাতালগামী সকলের সঙ্গে বাস করাইব, তাহাতে তুমি আর বসতিস্থান হইবে না; কিন্তু জীবিতদের দেশে আমি শোভা স্থাপন করিব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন