যিশাইয় 12:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 দেখ, ঈশ্বর আমার পরিত্রাণ; আমি সাহস করিব, ভীত হইব না; কেননা সদাপ্রভু যিহোবা আমার বল ও গান; তিনি আমার পরিত্রাণ হইয়াছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 দেখ, আল্লাহ্ আমার উদ্ধার; আমি সাহস করবো, ভয় পাব না; কেননা মাবুদ ইয়াহ্ওয়েহ্ আমার বল ও গান; তিনি আমার উদ্ধার হয়েছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 নিশ্চয়ই ঈশ্বর আমার পরিত্রাণ; আমি আস্থা রাখব ও ভয় পাব না। সদাপ্রভু, সদাপ্রভুই আমার শক্তি ও আমার গান; তিনি আমার পরিত্রাণ হয়েছেন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 হে ঈশ্বর, আমার পরিত্রাতা, আমার ভরসা তুমিই আমি হব না ভীত, বিচলিত। প্রভু পরমেশ্বর তুমিই আমার শক্তি, আমার পরিত্রাণের উৎস তুমিই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 দেখ, ঈশ্বর আমার পরিত্রাণ; আমি সাহস করিব, ভীত হইব না; কেননা সদাপ্রভু যিহোবা আমার বল ও গান; তিনি আমার পরিত্রাণ হইয়াছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 ঈশ্বর আমাকে রক্ষা করেন। আমি তাকে বিশ্বাস করি। আমি ভয় পাই না, তিনি আমাকে রক্ষা করেন। প্রভু যিহোবা আমার শক্তিও বটে। তিনি আমাকে রক্ষা করেন এবং আমি তাঁর প্রশংসার গান গাই।” অধ্যায় দেখুন |