যিশাইয় 10:30 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)30 অয়ি গল্লীম-কন্যে! তুমি আপন স্বরে উচ্চশব্দ কর। লয়িশা, কর্ণপাত কর। হায়! দুঃখিনী অনাথোৎ! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 অয়ি গল্লীম-কন্যে! তুমি তোমার স্বরে উচ্চশব্দ কর। লয়িশা, কান দাও। হায়! দুঃখিনী অনাথোৎ! অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 গল্লীমের কন্যারা, তোমরা ক্রন্দন করো! ও লয়িশার লোকেরা, তোমরা শ্রবণ করো! হায়! দুঃখী অনাথোৎ! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 হে গল্লীমবাসী, চীৎকার কর! কান পেতে শোন হে লয়ীশার অধিবাসী! উত্তর দাও হে অনাথোৎনিবাসী! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 অয়ি গল্লীম-কন্যে! তুমি আপন স্বরে উচ্চশব্দ কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 ওহে বাথগল্লীম তুমি চিৎকার কর! লয়িশা শোন। অনাথোৎ উত্তর দাও। অধ্যায় দেখুন |