যিশাইয় 1:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 তোমরা যদি সম্মত ও আজ্ঞাবহ হও, তবে দেশের উত্তম উত্তম ফল ভোগ করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 তোমরা যদি সম্মত ও বাধ্য হও, তবে দেশের ভাল ভাল ফল ভোগ করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 যদি তোমরা ইচ্ছুক ও বাধ্য হও, তোমরা দেশের উৎকৃষ্ট সব ফল ভোজন করবে; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 তোমরা যদি শুধুমাত্র আমার বাধ্য হও, তাহলে এই দেশের উৎকৃষ্ট ফসল ভোগ করতে পারবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 তোমরা যদি সম্মত ও আজ্ঞাবহ হও, তবে দেশের উত্তম উত্তম ফল ভোগ করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 “আমাকে মেনে চললে, আমার কথা শুনলে তোমরা এই দেশ থেকে অনেক ভালো ভালো জিনিস পাবে। অধ্যায় দেখুন |