যিরমিয় 9:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 সদাপ্রভু কহেন, আমি কি তাহাদিগকে এই সকলের প্রতিফল দিব না? আমার প্রাণ কি এই প্রকার জাতির প্রতিশোধ দিবে না? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 মাবুদ বলেন, আমি কি তাদেরকে এই সকলের প্রতিফল দেব না? আমার প্রাণ কি এই রকম জাতির প্রতিশোধ নেবে না? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 এজন্য কি আমি তাদের শাস্তি দেব না?” সদাপ্রভু এই কথা বলেন। “এরকম জাতির বিরুদ্ধে আমি কি স্বয়ং প্রতিশোধ নেব না?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 এ সবের জ্যন আমি কি তাদের শাস্তি দেব না? এমন একটি জাতির উপর নেব না কি প্রতিশোধ? আমি, প্রভু পরমেশ্বর এই কথা বলছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 সদাপ্রভু কহেন, আমি কি তাহাদিগকে এই সকলের প্রতিফল দিব না? আমার প্রাণ কি এই প্রকার জাতির প্রতিশোধ দিবে না? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 যিহূদার লোকদের আমি শাস্তি দেবই।” এই হল প্রভুর বার্তা। “তুমি জানো এই ধরণের লোককে আমার শাস্তি দেওয়া উচিৎ। তাদের যোগ্য শাস্তিই আমি দেব।” অধ্যায় দেখুন |